কেরলের (Kerala) রামপুরমে শনিবার ট্যাঙ্কার (Tanker) থেকে গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়লেন ৮ জন কলেজ পড়ুয়া। জানা গিয়েছে তারা নার্সিং কলেজে পড়েন। এর্নাকুলাম থেকে কর্নাটকের দিকে যাচ্ছিল একটি ট্যাঙ্কার। হঠাৎ সেটার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক করতে শুরু করে। তাতেই স্থানীয় নার্সিং কলেজের পড়ুয়ারা অসুস্থ বোধ করেন। কিছুক্ষনের মধ্যেই শুরু হয়ে যায় গা গোলানো, বমি ভাব, শরীরে অস্বস্তি। শেষ পাওয়া খবর অনুযায়ী, পড়ুয়ারা স্থিতিশীল। কিন্তু কলেজের উগ্র গন্ধ ও ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় অনেকেই। অনেকে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হয় কয়েকজনের। ঘটনার খবর পাওয়া মাত্রই খুব দ্রুত তাঁদের বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। এসে পৌঁছয় দমকল।
আরও পড়ুন-পরিশ্রমের ফল, আবেগে ভাসল দল
অসুস্থদের পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামলাতে পয়ান্নুর ও পারিয়ারাম থেকে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক করছিল বলে পরিস্থিতি আয়ত্তে আনা বেশ কঠিন ছিল। থালিপরাম্বা রেভেনিউ ডিভিশনাল অফিসার (RDO) অজয় কুমার এই বিষয়ে জানান ট্যাঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।