প্রবল বর্ষণে ফের ধস নামল শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটক (Gangtok) যাওয়ার রাস্তায়। স্বভাবিকভাবেই ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। গত বুধবার শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াতের পথে লিখুভিরের কাছে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বন্ধ হয়ে যায়। শনিবার আবার লিখুভিরের কাছে ধস নামে। সেবকের করোনেশন সেতুর কাছে ১০ নম্বর জাতীয় সড়কের উপর ধস নামে বলেই খবর। এদিন একাধিক জায়গায় ধস নেমেছে। পরিস্থিতি সামলাতে জাতীয় সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় যান চলাচল সচল করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন-গ্যাসবোঝাই ট্যাঙ্কার লিক, কেরলে অসুস্থ ৮ পড়ুয়া
শুক্রবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে পাহাড়ে। বিপদ বাড়িয়ে শনিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে। পাহাড় বেয়ে পাথর সড়কের ওপর পড়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। এই অবস্থায় শিলিগুড়ি-কালিম্পং, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুন-পরিশ্রমের ফল, আবেগে ভাসল দল
গত বুধবার লিখুভিরের কাছে এই জাতীয় সড়কের ওপর একটি বিশাল পাথর পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়কে যোগাযোগ। বর্ষা শুরু হতেই লিখুভিরের বহু এলাকায় বেশ কয়েকবার ধস নেমেছে। প্রতিবারই যথেষ্ট তৎপরতার সঙ্গেই যানচলাচল স্বাভাবিক করা হয়েছিল। জানা যাচ্ছে, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিন সকালে হাসিমারাগামী প্রধান সড়কে আচমকা একটি বড় গাছ ভেঙে পড়ে। এর ফলে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা বন্ধ থাকে। রাস্তার দুই পাশে আটকে পরে বহু গাড়ি। যদিও প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।