‘আগুনপাখি’র চিরপ্রস্থান নিয়ে শোকার্ত সাহিত্যিক মহল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর রাজশাহীর বাসভবনেই তিনি মারা গিয়েছেন। হাসান আজিজুল হকের লিখনের মধ্যে বেশ জনপ্রিয় হল ‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য’, ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘নামহীন গোত্রহীন’ প্রভৃতি গল্পগ্রন্থ।
এদিন তার প্রয়ানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন।
তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২
স্মারক সংখ্যা: ১৬৯/আইসিএ/এনবি
তারিখ: ১৬/১১/২০২১
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে রাজশাহিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থ আগুনপাখি, নামহীন গোত্রহীন, সক্রেটিস, বিধবাদের কথা নানা পাঠে, এই পুরাতন আখরগুলি ইত্যাদি।
তাঁর জন্ম বর্ধমানের মঙ্গলকোটের যবগ্রামে, স্কুল জীবনের পড়াশোনা বর্ধমানে।
তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল।
আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়