দিনে দুপুরে চলন্ত বাসে ডকাতি। হাত নাড়িয়ে দাঁড় করানো হয় বাস। তারপর বাসে উঠেই দুষ্কৃতীরা পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে দেওয়া হয় শাসানি। যাত্রীদের কাছে থাকা জিনিসপত্র দিয়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। যাত্রীরা জিনিসপত্র না দেওয়ায় রেগে আগুন হয়ে যায় তারা। আর তারপরেই এক রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনাটি কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার ঘোকসাডাঙা থানার হিমঘর লাগোয়া এলাকার।
আরও পড়ুন-ভয় ধরাচ্ছে জিকা ভাইরাস, পুণেতে ১০ দিনে আক্রান্ত গর্ভবতী মহিলা-সহ ৫
চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়। গুরুতর আহত হন বাসের কন্ডাক্টর। এর মধ্যেই যাত্রীরা ডাকাতিতে বাধা দেওয়ায় বাসের মধ্যেই শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে ডাকাতি শেষ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতদের বিবরণ শুনে তদন্ত শুরু করেছে পুলিশ।