ইন্দোনেশিয়ার (Indonesia) যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৭ বছর বয়সী চিনের তরুণ ব্যাডমিন্টন (Badminton) খেলোয়াড় ঝাং ঝিজি। আজ, সোমবার কর্মকর্তাদের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন-দিনে দুপুরে ডাকাতি বাসে! বাধা পেয়ে দুষ্কৃতীরা চালালো গুলিও
ঝাং ঝিজি রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে খেলছিলেন। ম্যাচের প্রথম গেম চলাকালীন কোর্টের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। খেলার ফল যখন ১১-১১, সেই সময় কোর্টে লুটিয়ে পড়েন ১৭ বছরের শাটলার। খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। প্রাথমিকভাবে চেষ্টা করা হলেও শেষরক্ষা হয় নি। ডাক্তাররা কিছুক্ষনের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-দিনে দুপুরে ডাকাতি বাসে! বাধা পেয়ে দুষ্কৃতীরা চালালো গুলিও
এএফপি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানান হঠাৎ করেই ঝাং ঝিজি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর জানার পরেই ইন্দোনেশিয়ায় আসছেন তাঁর মা বাবা। ইতিমধ্যেই অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এমন এক খারাপ সময়ে আমি ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্ব এক অসাধারণ প্রতিভাকে হারাল। শোক প্রকাশের কোনও ভাষা নেই।’
আরও পড়ুন-চিকিৎসকদের জন্যই ১৩ বছরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব, Doctor’s Day-তে মুখ্যমন্ত্রী
গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে ‘উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভা ঝাং ঝিজিকে হারিয়ে আমরা দুঃখিত। আমরা ওর পরিবার, ওর সতীর্থ, চিনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সমগ্র চিনা ব্যাডমিন্টন সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’