চলতি বছর জুলাই (July) মাসে ব্যাঙ্ক (Bank) মোট ১২ দিন বন্ধ থাকতে চলেছে। এই মাসে রয়েছে রথযাত্রা, মহরম, সহ বেশ কয়েকটি বিশেষ দিন। এছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়ে সারা দেশে মোট ১০ এর বেশি দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। জুলাই মাসে দেশের ব্যাঙ্কগুলিতে কবে কবে রয়েছে ছুটি সেই তালিকা এক নজরে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ৩ জুলাই ২০২৪-এ বেহদিয়েনখলাম উপলক্ষে মেঘালয়ের শিলং-এ ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৬ জুলাই মাসের প্রথম শনিবার এমএইচআইপি দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ। ৮ জুলাই সোমবার কাং রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৯ জুলাই দ্রুকপা সে-জি উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৩ জুলাই মাসের দ্বিতীয় শনিবার ছুটি।
আরও পড়ুন-চোপড়া নিয়ে কড়া ব্যবস্থা রাজ্যের, নিগৃহীতাকে পুলিশি নিরাপত্তা প্রশাসনের
১৬ জুলাই মঙ্গলবার হরেলা উপলক্ষে দেরাদুনের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৭ জুলাই বুধবার মহরম উপলক্ষ্যে দেশজুড়ে অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ তারিখ রবিবার ও ২৭ তারিখ মাসের চতুর্থ শনিবার ছুটি। ২৮ তারিখ সপ্তাহান্তের অবকাশ থাকবে। যেই কারণে এই তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সব মিলিয়েই সাধারণ মানুষকে একটু হিসেবে করেই চলতে হবে এই মাস।