উত্তর প্রদেশের মথুরাতে (Mathura) জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি জলের ট্যাঙ্ক। উত্তর প্রদেশের আবাস বিকাশ পরিষদের কৃষ্ণ বিহার কলোনিতে এই ট্যাঙ্কটি রবিবার বিকেল ৫টার দিকে ভেঙে পড়ে। আড়াই লাখ লিটার জল ধারণ ক্ষমতা ছিল এই ট্যাঙ্কটির। ছয় কোটি টাকা খরচ করে ট্যাঙ্কটি তৈরি করা হয়েছিল। ভয়াবহ এই দুর্ঘটনায় ইতিমধ্যেই দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। দমকল, পুলিশ, পুরসভা ও স্বাস্থ্য দফতর উদ্ধার অভিযানে সাহায্য করতে এগিয়ে আসে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা NDRF ও এসডিআরএফ’ কে এই মর্মে খবর দেওয়া হয়।
আরও পড়ুন-শপথের আর্জি জানিয়ে দুই বিধায়কের চিঠি পাঠালেন স্পিকার
মাত্র তিন বছর আগেই জল নিগমের তরফে এই জলের ট্যাঙ্কটি তৈরী করা হয়। যদিও পরে পুর কর্পোরেশনকে হস্তান্তর করা হয় এটি। সূত্রের খবর, এই ট্যাঙ্কটি কলোনির মধ্যে তৈরি করা হচ্ছিল। স্থানীয়রা বিরোধিতা করেছিলেন তবে কোন কিছু না শুনেই জল নিগম ও স্থানীয় কাউন্সিলর এই ট্যাঙ্কটি তৈরী করেন। জলের ট্যাঙ্কে কিছুদিন আগেই ফুটো দেখা দেয়। জনগণের মতামত উপেক্ষা করে জলের ট্যাঙ্ক তৈরী করায় এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-পুলিশি হেফাজতে থেকে সিআইডিকে হুমকি সুবোধের
এভাবে এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের একাধিক বাড়ি। মৃতের সংখ্য়া বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জেলাশাসক শৈলেন্দ্রকুমার সিং এই বিষয়ে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।