প্রতিবেদন : শান্ত জেএনইউ–কে অশান্ত করতে ফের আসরে নামল সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি৷ রবিবার ফের সংঘর্ষে জড়াল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সংগঠন। বিজেপির ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি ও বাম সমর্থিত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা-র সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।
আরও পড়ুন-সিটে রদবদল চায় শীর্ষ আদালত, রাজি যোগী
এবিভিপি-র অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে তাদের দলীয় বৈঠক চলাকালীন আইসা হামলা চালিয়েছে। এই হামলায় সংগঠনের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে এবিভিপি অভিযোগ করেছে। ঘটনার জেরে দিল্লির বসন্তকুঞ্জ থানায় এবিভিপির তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইসা ও এবিভিপির অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে এখনও এফআইআর দায়ের হয়নি।
আরও পড়ুন-বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
জানা গিয়েছে, রবিবার দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার পর দু’পক্ষই বসন্তকুঞ্জ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংঘর্ষে আহত কয়েকজনকে দিল্লির এইমসে এবং সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিভিপির অভিযোগ, রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে তাদের একটি বৈঠক চলছিল। সেই বৈঠকে সংগঠনের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালীন আচমকাই হামলা চালায় আইসার সদস্যরা। লাঠি দিয়ে মারধর করে। সমস্ত কাগজপত্র ছিঁড়ে নষ্ট করে দেয়। এবিভিপির অভিযোগ, আইসা এবং এসএফআই-এর সদস্যরা যৌথভাবে তাদের মহিলা সদস্যদের উপরেও হামলা চালিয়েছে। বাম ছাত্র সংগঠনের এই হামলায় এবিভিপির অনেকেই গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জেএনইউ চত্বরে ফের তীব্র উত্তেজনা ছড়ায়।