সংবাদদাতা, হাবড়া : চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে শুরু হল মা ক্যান্টিন। হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহা এই প্রসঙ্গে জানান, আগে এই মা ক্যান্টিনটি হাবড়া পুরসভায় চলত। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আরও বেশি মানুষকে পরিষেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-দখলমুক্তি অভিযানে মাঠে নামল পুরসভা
মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে মাত্র ৫ টাকায় ভাত, সবজি, ডিম পাওয়া যায়। হাসপাতালে আসা গ্রামের সাধারণ মানুষ এই সামান্য টাকার খাবার খেয়ে উপকৃত হবে। পুরসভার থেকেও হাসপাতালে এই ক্যান্টিন অনেক বেশি মানুষকে উপকৃত করবে বলে পুরপ্রধানের দাবি। সোমবার আনুষ্ঠানিক ভাবে মা ক্যান্টিনের উদ্বোধন করা হয়। নারায়ণ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার-সহ অন্যরা।