ফিরে এল দিল্লির (Delhi) বুরারির স্মৃতি। একই পরিবারের সদস্যদের আত্মহত্যার ঘটনা এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আলিরাজপুরে। জানা গিয়েছে, একই পরিবারের ৫ জনের আত্মহত্যার ঘটনা ঘিরে আজ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
আরও পড়ুন-চিকিৎসক দিবসে হাবড়ায় মা ক্যান্টিনের উদ্বোধন
২০১৮ সালে ১ জুলাই দিল্লির বুরারির চুন্দাওয়াত পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। সেই ঘটনা মনে করিয়ে দিয়েই আজ, ১ জুলাই আলিরাজপুরের এক পরিবারের ৫ জন সদস্যের দেহ বাড়ি থেকে উদ্ধার হল। এই ঘটনাও আত্মহত্যা বলা হচ্ছে। কিন্তু ঘটনার নেপথ্যে রয়েছে বহু প্রশ্ন, রহস্যের ঘনঘটা। আজ, সোমবার সকালে মধ্যপ্রদেশের আলিরাজপুরে একই পরিবারের ৫ জন সদস্যের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই সন্দেহ করছে। এদিন বাড়ি থেকে ২৭ বছর বয়সী রাকেশ দোদওয়া, ২৫ বছর বয়সী তাঁর স্ত্রী ললিতা দোদওয়া ও তাঁদের সন্তান ৯ বছরের লক্ষ্মী, ৭ বছরের প্রকাশ ও ৫ বছরের অক্ষয়ের দেহ উদ্ধার হয়। সকলের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে।
আরও পড়ুন-৫০ বছরের দাম্পত্য, একসঙ্গেই স্বেচ্ছামৃত্যু নেদারল্যান্ডের দম্পতির
প্রসঙ্গত, ২০১৮ সালের ১ জুলাই দিল্লিতে বুরারি এলাকার চুন্দাওয়াত পরিবারের ১১ জনের দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। বুরারিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ সাইকোসিস ও শেয়ার্ড ডিলিউশন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনে। তবে প্রশ্ন থেকেই যায়। আজকের আলিরাজপুরের ঘটনায় দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।