শেষ পাওয়া খবর অনুযায়ী উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাথরস (Hathras)জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়েছে। হাথরস জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে একটি তাঁবুতে ধর্মপ্রচারক ভোলেবাবা তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। জানান যাচ্ছে, এই ভোলেবাবা বেশিরভাগ সময়ই সাদা পোশাক পরিধান করেন। নারায়ণ শঙ্কর হরি নামেও পরিচিত তিনি। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। পুলিশের গোয়েন্দা দফতরের চাকরি ছেড়ে তিনি ধর্মীয় গুরু হয়ে যান। ভক্তদের প্রবচন দেন। এদিনও সৎসঙ্গ অনুষ্ঠান চলছিল তাঁর। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই তাঁবু থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই এডিজি আগ্রার জোন অফিসের পিআরও ১০৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃ.ত ২৭
প্রাথমিকভাবে ২৭ জনের মৃত্যুর খবর থাকলেও সময়ের সাথে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘জানতে পেরেছি যে পদদলিত হয়ে উত্তরপ্রদেশে ঘটে গিয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনা। কমপক্ষে ২৭ জন ভক্ত (২৩জন মহিলা এবং ৩ শিশু) এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমি মর্মাহত। মৃত ও আহতদের শোকার্ত স্বজনদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
আরও পড়ুন-আদানি রিপোর্ট: শোকজ নোটিশ পেয়ে সেবি-কে ‘ননসেন্স’ বলল হিন্ডেনবার্গ, তোপ দাগলেন মহুয়াও
উল্লেখ্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রচন্ড গরমের মধ্য়ে সৎসঙ্গে উপস্থিত ভক্তরা সমস্যায় পড়ে যান। এরপরই তারা দৌড়দৌড়ি শুরু করলে পদপিষ্টের ঘটনা হয়। উদ্ধার ও ত্রাণ কাজ শুরু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।