সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামের আইন-শৃঙ্খলা বিষয়ে এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। বর্তমান নন্দীগ্রামের থানা এলাকা ভেঙে, আরও দুটি থানা করার বিষয়ে নবান্নের নজর রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রামের আইনশৃঙ্খলার জন্য থাকবে তিনটি থানা ও দুটি আউটপোস্ট। নন্দীগ্রাম থানা ভেঙে আরও দুটি নতুন থানা হবে। বর্তমান থানা থাকবে। এছাড়াও নতুন দুটি থানা হবে রেয়াপাড়া এবং তেখালিতে। স্বরাষ্ট্র দফতরের উদ্যোগেই তৈরি হবে এই দুটি নতুন থানা।
আরও পড়ুন-রেলগাড়ির কোচ-বাড়িতে বসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
নবান্ন সূত্রে খবর, দুটি নতুন আউটপোস্ট হবে রামচক আউটপোস্ট ও সোনাচূড়া আউটপোস্ট। কোন থানার অধীনে কোন এলাকা থাকবে, তাও নির্দিষ্ট করেছে স্বরাষ্ট্র দফতর। নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য এই প্রস্তাব পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর। নন্দীগ্রামের বিশাল এলাকার মানুষ যাতে আরও ভালভাবে নিরাপত্তা ও পুলিশি পরিষেবা পান, তার জন্যই এমন পরিকল্পনা নবান্নের। বিশেষত নন্দীগ্রাম থানা বিরাট এলাকা জুড়ে। লোকসভা নির্বাচনের আগে এই থানা এলাকার বিভিন্ন গ্রামে একাধিকবার রাজনৈতিক উত্তেজনা, পার্টি অফিস ভাঙচুর, দখল, ঘর লুটপাট, দোকান জবরদখলের মতো নানা ঘটনা ঘটেছিল। রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল বারবার। পুলিশি পরিষেবা ও নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নন্দীগ্রামের বাসিন্দারা।