সংবাদদাতা, বাগদা : দলনেত্রী বলেই দিয়েছেন দলে থেকে দুর্নীতি করা যাবে না। অন্যায় দেখলেই ব্যবস্থা নিতে হবে। সে যত বড়ই নেতা হোক, সকলের জন্য সমান শাস্তি। এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। অভিযোগ উঠেছে বার্ধক্যভাতা, লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। তাতে দলের প্রতি বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। এবার এই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক।
আরও পড়ুন-জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে তৈরি হবে তথ্য ভাণ্ডার, রাস্তার মানোন্নয়নে সমীক্ষা রাজ্যের
তাঁর সাফ হুঁশিয়ারি, এমন কাজ করলে তৃণমূল কংগ্রেস দলটা করা যাবে না। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচন আগামী ১০ জুলাই। মঙ্গলবার বাগদা বিধানসভার বয়ড়া গ্রাম পঞ্চায়েত ও আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন পার্থ ভৌমিক। ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য নেতৃত্ব। আষাঢ়ু পঞ্চায়েতের ২১৯ নম্বর বুথের কর্মীরা বলেন, বার্ধক্যভাতা করিয়ে দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে টাকা তোলা হচ্ছে। তাছাড়া মানুষের হকের কাজ করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমি আগের দিন কর্মীদের উজ্জীবিত করবার জন্য বলেছিলাম যারা তৃণমূলের নাম করে এই ধরনের কাজ করছে তাদের তালিকা দিন। আমরা দলগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।