মিউনিখ, ২ জুলাই: গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত হারে ধাক্কা খেয়েছিল নেদারল্যান্ডস। গ্রুপে তিন নম্বর দল হয়ে নক আউটে খেলার ছাড়পত্র পায় কমলাবাহিনী। তবে শেষ ষোলোয় রোমানিয়ার বিরুদ্ধে জিততে খুব বেশি পরিশ্রম করতে হল না ডাচদের। দুই অর্ধে তিনটি গোল করল তারা। রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস (Nederlands)। জোড়া গোলে নায়ক ডোনিয়েল মালেন। অপর গোলদাতা কোডি গাকপো। চেনা ছন্দে নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া ও তুরস্ক ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।
আরও পড়ুন: অকর্মণ্য যোগী প্রশাসন, ধর্মীয় অনুষ্ঠানে ছিল না কোনও পুলিশ
দু’দলই রক্ষণ আঁটসাঁট রেখে সাবধানী শুরু করেছিল। তবে অস্ট্রিয়া ম্যাচের ভুল শুধরে দ্রুতই রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণে জোর দেয় নেদারল্যান্ডস (Nederlands)। দুই উইং কাজে লাগিয়ে রোনাল্ড কোমানের ছেলেরা রোমানিয়া রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনে। ২০ মিনিটে গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। প্রথম পোস্টে দাঁড়িয়েও ডাচ ফরোয়ার্ডের জোরালো শট বাঁচাতে পারেননি রোমানিয়ার গোলকিপার ফ্লোরিন নিটা। গোটা ম্যাচে রোমানিয়ান গোলকিপার দলকে ভরসা দিতে পারেননি।
পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা করলেও ফাইনাল থার্ডে এসে বারবার খেই হারিয়েছে রোমানিয়া। পাসিং, গোল লক্ষ্য করে শট, সুযোগ তৈরি, বল দখলে রাখা, সব কিছুতেই এগিয়ে থেকে ম্যাচে একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছে নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে অফসাইডের কারণে গাকপোর একটি গোলও বাতিল হয়। তবে ডাচ মাঝমাঠ ভাল খেলায় গোলের সুযোগ বেশি তৈরি হয়েছে। ২৩ বারের চেষ্টায় ডাচদের শট টার্গেটে ছিল পাঁচটি। তার মধ্যে তিনটিতে গোল হয়।
পরিবর্ত হিসেবে নেমে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন মালেন। ৮৩ মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার দলের দ্বিতীয় গোলটি করেন। এরপর সংযুক্ত সময়ে (৯২ মিনিট) আরও একটি গোল করে ৩-০ করেন মালেন। ঠিক সময়ে দল ছন্দে ফেরায় খুশি ডাচ কোচ কোমান। ম্যাচের পর তিনি বলেন, “দল চেনা ছন্দে ফিরছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারি।”