ক্যালিফোর্নিয়া, ৪ জুলাই : কলম্বিয়া ম্যাচে ন্যায্য পেনাল্টি পায়নি ব্রাজিল (Brazil)। স্বীকার করল লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের ৪২ মিনিটে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের বক্সে ফেলে দিয়েছিলেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। ওই সময় ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলার রেফারি জেসুস ভালেনজুয়েলা পেনাল্টির বাঁশি বাজাননি। পরে ভিএআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানোও মাঠের রেফারির সিদ্ধান্তেই সিলমোহর দেন। যা নিয়ে ম্যাচের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলীয়রা।
আরও পড়ুন-জেলা সভাধিপতির হুঁশিয়ারির পরই দখলমুক্তির কাজ শুরু প্রশাসনের
ব্রাজিল যে রেফারির ভুলের শিকার হয়েছে, সেটা অবশেষে স্বীকার করল কনমেবল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ভিনিসিয়াসকে ফাউল করেছিলেন মুনোজ। মাঠের রেফারি ভেবেছিলেন, কলম্বিয়ান ডিফেন্ডারের পা বল স্পর্শ করেছে। তাই পেনাল্টির দাবি নাকচ করেন। ভিএআর রেফারিও ডিফেন্ডারের পা যে বল স্পর্শ করেছিল, সেটা স্পষ্টভাবে দেখাতে পারেননি। এরপরেও মাঠের সিদ্ধান্ত বহাল রাখাটা ভুল ছিল।’’ পেনাল্টি-বঞ্চিত ব্রাজিল ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিল। গ্রুপের দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় সেলেকাওদের এবার খেলতে হবে উরুগুয়ের বিরুদ্ধে। শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় হবে সেই ম্যাচ। বাড়তি সমস্যা হল, কার্ড সমস্যার জন্য উরুগুয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না ভিনিসিয়াস।