সংবাদদাতা, শিলিগুড়ি : আবহাওয়ার পরিবর্তন ঘটেছে শিলিগুড়িতে। নভেম্বরের মাঝেও শীত উধাও। সকাল হতেই সূর্যের উত্তাপে ক্রমশ গরম থাকে সারাদিন। তবে বিকেলের পরে খানিকটা উত্তুরে হাওয়ার দাপটে রাতে কিছুটা শীত পড়ে। এমন আবহাওয়া আগে সেভাবে দেখা যায়নি। তবে চলতি মাসের শেষে যে শীত পড়তে চলেছে, তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এই ঠান্ডা-গরম আবহাওয়ায় শহরে জ্বরের প্রকোপ বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্য বছর এই সময় উত্তুরে হাওয়া ঢুকে শীত পড়ে জাঁকিয়ে। এই শীত আর গরমের জেরে সোয়েটার-জ্যাকেট বিক্রি অনেকটাই কমেছে। তবে চলতি মাসের শেষে জাঁকিয়ে শীত পড়বে গোটা উত্তরবঙ্গ জুড়ে।
আরও পড়ুন : রেলের বঞ্চনায় প্রতিবাদ সরব কুমেদপুর
বর্তমানে তাপমাত্রা ১৬ থেকে ১৮ সেন্টিগ্রেডের মধ্যে থাকছে। যা কমতে কমতে ১০ এর নিচে নামবে। তবে অন্যবার শীতের আগে ব্যাপক বৃষ্টিপাত হয়, তারপরেই শীত নামে। এখনও বৃষ্টিপাত হয়নি। তাই সাধারণ মানুষের ধারণা, বৃষ্টি নামবে খুব শিগগিরই। তারপরেই জাঁকিয়ে শীত পড়বে। সিকিমের আবহাওয়া দফতরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ সাহা জানিয়েছেন, অন্যবার এই সময়ে উত্তুরে হাওয়া সম্পূর্ণভাবে প্রবেশ করে যায় কিন্তু এবার এখনও পর্যন্ত উত্তরে হাওয়া প্রবেশ না করার জন্য জাঁকিয়ে শীত পড়ছে না। তিনি বলেন, নভেম্বরের শেষে জাঁকিয়ে শীত পড়বে শিলিগুড়িতে।