সংবাদদাতা, বনগাঁ : বিজেপির উপর আস্থা হারিয়ে তৃণমূলে যোগ মতুয়াদের। বিজেপির উপর থেকে আস্থা হারিয়ে মতুয়ারা তৃণমূলে যোগ দিচ্ছেন। মতুয়াদের দাবি, বিজেপি তাঁদের নাগরিকত্ব দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে তাতে তাঁদের স্বপ্নভঙ্গ হয়েছে। এমনকী নাগরিকত্ব আইন লাগু না করা নিয়েও একসময় কেন্দ্রের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। নাগরিকত্বের স্বপ্ন দেখিয়ে বিধানসভা নির্বাচনের আগে আগে বিজেপি বনগাঁ লোকসভার ৭টি বিধানসভা মধ্যে ৬টি দখল করলেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মতুয়াদের একটা বড় অংশ বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছে। তার প্রকৃষ্ট উদাহরণ সদ্যসমাপ্ত শান্তিপুরের উপনির্বাচন। সেখানের মতুয়ারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন তাতে বিজেপির অন্দরমহলে চিন্তার ভাঁজ ধরিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, যেভাবে বনগাঁ লোকসভা কেন্দ্রের মতুয়ারা তৃণমূলে যোগ দিচ্ছেন তাতে আগামীতে বিজেপি থাকবে না।