দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোমা মিলল ঝাড়গ্রাম (Jhargram) জেলায়। এই খবর জানিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।
ঝাড়গ্রাম (Jhargram) জেলায় বোমা উদ্ধার নিয়ে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন,
“গতকাল আমাদের নজরে আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা না ফাটা বোমা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে খোলা মাঠে পড়েছিল। পুলিশ-সহ রাজ্য প্রশাসন ও এয়ারফোর্স দ্রুত কাজে নামে। সেখান থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়। এরপর বোমটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ভালো কাজে জড়িতদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
আরও পড়ুন: আগামী বছর দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বোমা উদ্ধার হয়। অভিযোগ ওঠে শাসক- বিরোধীদের দুপক্ষের বিরুদ্ধেই। তবে ঝাড়গ্রামে পাওয়া বোমার ইতিহাস আলাদা। গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে খোলা মাঠে পডে থাকা বোমাটি একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। অতি সাবধানে রাজ্য পুলিশ ও বায়ুসেনা বোমাটিকে নিষ্ক্রিয় করে।
এক্স হ্যান্ডেলে একটি ছবিও পোস্ট করে মুখ্যমন্ত্রী। সেখানে দেখা গিয়েছে যে অনেকটা দূরে বোমাটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে। তবে, বোমাটি অতর্কিতে ফেটে গেলে বিপত্তি হত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।