সংবাদদাতা, মুর্শিদাবাদ : রঘুনাথগঞ্জ ২ ব্লকের তেঘরিয়ার বাসিন্দা বাপ্পা দাসের তৈরি কাঠের জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি দেশের গণ্ডি ছাড়িয়ে রথের আগে ফি বছর পাড়ি দেয় বিদেশের বিভিন্ন জায়গায়। কাঠের জগন্নাথকে রথে বসিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট রথের দড়িতে টান দেয় খুদে থেকে বড়দের দল। অনেক বাড়িতেও চলে মহাপ্রভুর পূজার্চনা। পনেরো বছর বয়স থেকে জগন্নাথের মূর্তি তৈরিতে হাতেখড়ি বাপ্পার। প্রথম প্রথম দেখে দেখে মূর্তি গড়তেন। এখন ভক্তকে দিয়ে ভগবান যেন নিজেই তৈরি করিয়ে নেন তাঁর মূর্তি।
আরও পড়ুন-কোচবিহারে প্লাবিত বহু অংশ, দুর্গতদের পাশে তৃণমূল
বাপ্পার কাঠের তৈরি জগন্নাথ-বলরাম-সুভদ্রা এবার পাড়ি দিয়েছে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশে। এই কাজে বাপ্পাকে সাহায্য করেন স্ত্রী অঙ্কিতা। জগন্নাথের পোশাক তৈরি করেন বাপ্পাই। ফাল্গুন মাস থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত প্রচুর বায়না থাকে তাঁর তৈরি মূর্তির। বাপ্পা জানান, ২০০৯ থেকে জগন্নাথদেবের সেবা করে চলেছি। প্রথমে একটি শিশু কাঠ নিয়ে জগন্নাথদেবের মূর্তি গড়ি। তারপর থেকে চলছে। মুর্শিদাবাদ থেকে আমার জগন্নাথ বিভিন্ন দেশে পাড়ি দেওয়ায় বিদেশের ভক্তরাও তাঁকে হাতের কাছে পাচ্ছেন।