সংবাদদাতা, জঙ্গিপুর : জঙ্গিপুর (Jangipur)সাংগঠনিক জেলায় একুশে জুলাইয়ের প্রস্তুতিসভা করল তৃণমূল। আগামী ১৯ জুলাই থেকেই কলকাতা অভিমুখে রওনা হবেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল কর্মীরা। এবার প্রায় ৩০ হাজার কর্মী নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা জানিয়ে দিলেন সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। উল্লেখ্য, সদ্যসমাপ্ত নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়ে ভাল ফল করেছে জঙ্গিপুর তৃণমূল। ঘাসফুল শিবিরের বর্ষীয়ান নেতা খলিলুর রহমানকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করেছেন জঙ্গিপুরের মানুষ।
আরও পড়ুন-এফআইআরে কাজ না হলে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ
লোকসভার ভোটপর্ব মিটতেই ২১ জুলাইয়ের সভার প্রস্তুতির মধ্য দিয়ে জঙ্গিপুর জেলা জুড়ে প্রচারে নামল তৃণমূল। ধর্মতলার ২১ জুলাইয়ের শহিদ দিবস নিয়ে শনিবার রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে হল তৃণমূলের প্রস্তুতিসভা। বৃষ্টি উপেক্ষা করেই এই সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতোই। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জানান, জঙ্গিপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার তৃণমূল কর্মী-সমর্থক কলকাতার শহিদ সমাবেশে যোগ দেবেন। ইতিমধ্যেই দলের বিভিন্ন শাখা সংগঠনগুলিকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গিপুর জেলা জুড়ে প্রচার শুরু করার জন্য। সেই সঙ্গে জেলা জুড়ে দেওয়াল লিখন, ফ্লেক্সের মাধ্যমে একুশের শহিদ সমাবেশের প্রচারও করা হবে বলেও তিনি জানান।