শনিবার গুজরাটের (Gujrat) সুরাটে (Surat) ভেঙে পড়ে একটি বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। কিন্তু ১৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে কয়েকজন আটকে আছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে আজ, রবিবার সকালেও। ঘটনার খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছিল। সুরাটের সচিন নামের এই এলাকায় কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই এই বিপর্যয় ভয়াবহতার মাত্রা নেকটাই বাড়িয়ে দিয়েছে। উদ্ধার অভিযানের শুরুতেই এক মহিলাকে সেখান থেকে উদ্ধার করা হয়। পরে গভীর রাতে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় । পরে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও সেখানে বেশ কয়েকজন আটকে আছে বলে জানা গিয়েছে সুরাট পুলিশের কমিশনার অনুপস সিং গেহলটের তরফে।
আরও পড়ুন-কবিতা যখন আত্মসংলাপ
শনিবার দুপুর তিনটে নাগাদ সচিন এলাকায় একটি ছ’তলা বাড়ি হঠাৎ করেই ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই বসবাসকারী অনেকেই ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এনডিআরএফ এবং এসডিআরএফ সারারাত উদ্ধার অভিযান চালায়। সকালেও সেই অভিযান চলছে। ওই ভবনে মোট ৩০টি ফ্ল্যাট ছিল। তবে তার মধ্যে থেকে মাত্র ৪-৫টি ফ্ল্যাটে লোকজন বসবাস করত। বাকি ফ্ল্যাটগুলি ফাঁকা ছিল। ভেঙে পড়া বিল্ডিংটি ২০১৬-১৭ সাল নাগাদ নির্মাণ করা হয়। প্রসঙ্গত, এই বছরের মার্চ মাসে মোরবি শহরে একটি নির্মীয়মাণ মেডিক্যাল কলেজ ভবনের একাংশ ভেঙে পড়ে চার শ্রমিক আহত হন। গত ৩০ জুন দিল্লির হর্ষ বিহার এলাকায় একটি পুরনো বাড়ির ছাদের একাংশ ধসে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। পর পর এতগুলো ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।