প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আদ্যাপীঠ আলিপুরদুয়ার (Adyapith Alipurduar) শাখার নবনির্মিত মন্দিরের ভার্চুয়াল উদ্বোধন হল রবিবার। জীবসেবার ব্রত নিয়ে দক্ষিণেশ্বর-আদ্যাপীঠের আরও একটি শাখার পথচলা শুরু হল। এই শাখায় রয়েছে দাতব্য চিকিৎসালয় ভবন ও বৃদ্ধ-বৃদ্ধাদের আবাস। সেটিরও এদিন উদ্বোধন হয়। কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথের রশিতে টান দেওয়ার আগে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার আদ্যাপীঠ (Adyapith Alipurduar) শাখার উদ্বোধন করেন। আলিপুরদুয়ারে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক প্রমুখ। আলিপুরদুয়ারে আদ্যাপীঠের এই ভবন ও মন্দির উদ্বোধন হওয়ায় খুশির জোয়ার আলিপুরদুয়ারবাসীদের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন: শেষ হল প্রথম পর্যায়ের স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া