ইজরায়েলি হামলা অব্যাহত গাজায় (Gaza)। প্রতিদিনই প্রাণ যাচ্ছে মানুষের। তবুও থামছে না যুদ্ধ। চলছে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলাও। এর জেরে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে জমিও। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠন ও কৃত্রিম উপগ্রহ সংগঠন ইউএনওস্যাট-এর যৌথভাবে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়া সমগ্র গাজা জুড়ে প্রায় ৫৭ শতাংশ কৃষিজমি ধ্বংস হয়েছে। তৈরি হয়েছে খাদ্যসঙ্কট। এফএও-এর হেনরি জানিয়েছেন, প্যালেস্টাইনের ৩০ শতাংশ অন্নসংস্থান হয় কৃষিক্ষেত্র থেকে। সেগুলি শেষ।
ইজরায়েল, ওয়েস্ট ব্যাঙ্ক-সহ বিশ্বের বিভিন্ন অংশে গাজা (Gaza) কৃষিপণ্য রফতানি করত। তার মধ্যে অন্যতম স্ট্রবেরি এবং ট্যোমাটো। ২০২২ সালেও গাজা প্রায় ৪ কোটি ৪৬ লক্ষ টাকার কৃষিপণ্য রফতানি করেছে বিশ্বের বিভিন্ন অংশে। যুদ্ধ শুরু হতেই সেই রফতানির আর করতে পারছে না গাজা। কারণ ধ্বংস হয়েছে জমি। রাষ্ট্রসংঘের মতে, গাজায় চলতে থাকা খাদ্যের সঙ্কটের পিছনে এই ধ্বংসলীলাই দায়ী।
আরও পড়ুন- ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই, বন্ধ স্কুল-কলেজ, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা
এদিকে ইজরায়েলি সেনা সাফাই দিয়ে বলেছেন, ইচ্ছাকৃত কৃষিজমি, ফলের বাগানে গোলাবর্ষণ করা হয়নি। হামাস সশস্ত্র সেনা বেশির ভাগ এই সব এলাকাগুলি থেকেই হামলা চালায়। মানবাধিকার কর্মীদের একাংশ দাবি করেছে, হামাস জঙ্গি গোষ্ঠীর ভয় দেখিয়ে ইজরায়েল আসলে গাজাকে খাদ্যশূন্য করে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। এদিকে গত শনিবারই গাজার একটি স্কুলে আঘাত হেনেছে ইজরায়েল! মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের।