লোকসভা নির্বাচনে (Loksabha election) জয়ী প্রার্থীদের জয়ের আমেজ এখনও বেশ তাজা। কিন্তু সেই আনন্দ ভাগ করে নিতে বিরল ঘটনা ঘটিয়ে ফেললেন বিজেপি (BJP) সাংসদ। ঢালাও মদ বিতরণ করলেন তিনি। একটি ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে একটি জায়গায় সাজানো রয়েছে সারি সারি মদের বোতল। শুধু তাই নয়, যেখান থেকে মদ বিতরণ করা হচ্ছে সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। প্লাস্টিকের গ্লাসে মদ বিতরণ চলছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা হলেন খোদ কর্ণাটকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী কে সুধাকর। জানা গিয়েছে, এই অনুষ্ঠান উপলক্ষে, ট্রাকে করে মদের বোতল নিয়ে আসা হয়। বিনামূল্যে মদ পেতে ভিড় জমালেন অসংখ্য মানুষ। লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মদ সংগ্রহ করেন সকলে।
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, নিশানায় কাঠুয়ায় সেনার গাড়ি
নির্বাচনে যারা সাহায্য করেছেন সেই দলীয় সমর্থক ও অনুগামীদের ধন্যবাদ জানাতে এই ধরনের মদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেই খবর। লোকসভা নির্বাচনে চিক্কাবাল্লাপুর কেন্দ্র থেকে কংগ্রেসপ্রার্থী এমএস রক্ষা রামাইয়াকে দেড় লাখেরও বেশি ভোটে পরাজিত করেন কে সুধাকর। শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শেষ করে এলাকায় ফিরে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন-উত্তরে বন্যার আশঙ্কা, দায়ী কেন্দ্রই! ধস নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী
আশ্চর্যের বিষয় হল এই আয়োজনের কথা জানিয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে একটি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতে লেখা হয় অনুষ্ঠানে মদ বিতরণ করা হবে। বিজেপি সাংসদ কে সুধাকর চিঠিতে লেখেন, ‘দুপুর সাড়ে ১২ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এখানে খাবার এবং মদের বোতলের ব্যবস্থা করা হবে।’ বেঙ্গালুরুর গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা জানান এই অনুষ্ঠানে মদ বিলি পুলিশের তরফে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আবগারি দফতর অনুমতি দিয়েছে এবং পুলিশকে অনুষ্ঠানের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পুলিশ বিভাগের কোনও দোষ নেই। অনুমতি দেওয়ার দায়িত্ব আবগারি দফতরের। এবং তারা নির্দ্বিধায় সেটা দিয়েছে। পুলিশের তরফে বলা হয় তারা শর্ত না মানলে মামলা করা হবে। কিন্তু তারা মদ বিলির জন্য আবগারি দফতরের অনুমতি নিয়েছিল বলেই পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য হয়।