সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহর এলাকায় শুরু হয়েছে ফুটপাথ দখলমুক্ত করা ও সরকারি জমি পুনরুদ্ধার। এবার শহরের পর জাতীয় ও রাজ্য সড়কের ধারে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে পথে নামল জেলা প্রশাসন। এ ছাড়াও অবৈধ পথে আদিবাসীদের যে সব জমি নকল কাগজ বানিয়ে জমি মাফিয়ারা আত্মসাৎ করেছিল, সেগুলোও প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়ার কাজ শুরু করা হল।
আরও পড়ুন-মানিকতলা উপনির্বাচন: শেষ প্রচারে চমক, সুপ্তির পাশে ক্রীড়াবিদরা
সোমবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় জাতীয় ও রাজ্য সড়ক ও ভাটপাড়ায় আাদিবাসীদের জমির উপর নির্মীয়মাণ অবৈধ তিনটি হোটেল ভেঙে দিয়েছে প্রশাসন। এগুলো বন আইন না মেনে একেবারে জঙ্গলের ধারে হচ্ছিল। এই হোটেল মালিকদের খোঁজ চলছে। জমির চরিত্রবদল করার যে চক্র ডুয়ার্স জুড়ে কাজ করছে তাকেও ধরবার কাজ শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল থেকেই মহকুমা শাসক বিপ্লব সরকারের নেতৃত্বে চলে অভিযান। কালচিনি ব্লক প্রশাসন, পুলিশ, বিএলআরও অফিসের আধিকারিকরা ছিলেন মেন্দাবাড়ি ও ভাটপাড়ায়। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মহকুমা শাসক বলেন, অভিযান যেমন চলছে চলবে। দুটো অবৈধ নির্মাণ ভেঙে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। আদিবাসীদের একটি জমিও উদ্ধার করা হয়েছে। অনেককেই নোটিশ পাঠানো হয়েছে। আমরা উত্তরের অপেক্ষা আছি। সরকারি জমিতে বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদিবাসীদের জমিও হরফ করাও যাবে না।

