আসানসোল-দুর্গাপুর সার্ভিস রোড সংস্কার নিয়ে বৈঠকে তৃণমূল সাংসদ

সেই সার্ভিস রোডে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনাও ঘটছে। মৃত্যুর মুখেও পড়তে হয় অনেককে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কোথাও পুকুরের আকারের, আবার কোথাও বড় বড় গর্ত। কোথাও গজিয়ে উঠেছে জঙ্গল। দেখে বোঝার উপায় নেই এটা ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড। সেই সার্ভিস রোডে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনার ঘটনাও ঘটছে। মৃত্যুর মুখেও পড়তে হয় অনেককে।

আরও পড়ুন-নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থেকে রেহাই দিতে উদ্যোগী রাজ্য, বাজারদর মঙ্গলে বৈঠকে মুখ্যমন্ত্রী

আসানসোল-দুর্গাপুরে সেই সার্ভিস রোড সংস্কারের দাবিতে কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ, আবার কোথাও জাতীয় সড়কের সার্ভিস অফিস ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়েছে। তার পরেও হাল ফেরেনি সার্ভিস রোডের। আবার অন্ধকার গুহার মতো অবস্থা দুর্গাপুরের ডিভিসি মোড়ের উড়ালপুলের নিচে। এবার সেই সার্ভিস রোড দ্রুত সংস্কারের দাবিতে জাতীয় সড়কের কর্তাদের নিয়ে বৈঠক করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দুর্গাপুরের সিটি সেন্টারের সার্কিট হাউসে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সড়কের প্রজেক্ট ম্যানেজার ও ইঞ্জিনিয়াররাও।

Latest article