জল জমা নিয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

জল জমার দুর্ভোগ আর ডেঙ্গি রুখতে আবর্জনা সাফাই ও নিকাশির ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : জল জমার দুর্ভোগ আর ডেঙ্গি রুখতে আবর্জনা সাফাই ও নিকাশির ওপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর ও নগরোন্নয়ন দফতরকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার নবান্নের বৈঠকে এ নিয়ে আলোচনার সময় এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম রেলের জমিতে নিকাশি নিয়ে অসহযোগিতার অভিযোগ করেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রেলকে দ্রুত জল নিকাশি নিয়ে ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রেলের জায়গায় জল জমছে। তা পরিষ্কার করা হচ্ছে না। জল জমলে রেলকে ব্যবস্থা নিতে হবে। এখান থেকে কম টাকা পান না তারা। ব্যবস্থা করতে হবে। জল জমলে ডেঙ্গির আশঙ্কা। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতি করার অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুন-আসানসোল-দুর্গাপুর সার্ভিস রোড সংস্কার নিয়ে বৈঠকে তৃণমূল সাংসদ

বলা বাহুল্য, রাজ্যে বর্ষা ঢুকতেই দেখা মিলেছে ডেঙ্গির। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গি পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, তা নিয়ে তৎপর প্রশাসন। ইউপিএ জামানায় রেলমন্ত্রক নিজে হাতে সামলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে চলত রেলের কাজকর্ম। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসতেই এই মন্ত্রক নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। তা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে ফের একবার রেলকে নিশানা করলেন নেত্রী।

Latest article