প্রতিবেদন: ভয়ঙ্কর ঘটনা বিজেপি শাসিত ত্রিপুরায় (Tripura)। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এইচআইভি। এই রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪৭ জন পড়ুয়ার। পরীক্ষায় এইচআইভি পজিটিভ চিহ্নিত হয়েছেন আরও ৮২৮ জন। এই ঘটনায় দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে এইডস নিয়ন্ত্রণে গেরুয়া সরকারের অপদার্থতা নিয়ে।
আরও পড়ুন-ইউরো সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স
কোনও মনগড়া তথ্য নয়, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির তথ্যেই উঠে এসেছে এই ভয়ঙ্কর ঘটনা। সংস্থার এক পদস্থকর্তা জানিয়েছেন, এইচআইভি পজিটিভ ৮২৮ জন পড়ুয়ার মধ্যে ৫৭২ জন এখনও জীবিত। কিন্তু ৪৭ জনকে বাঁচানো যায়নি। অনেক পড়ুয়াই উচ্চশিক্ষার জন্য ত্রিপুরার বাইরে বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে ইঞ্জেকশনের মধ্যেমে ড্রাগ নেওয়ার প্রবণতা। এর ফলেও এইচআইভি সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। তথ্যের দাবি, ২০২৪-এর মে পর্যন্ত ত্রিপুরায় সব মিলিয়ে এইচআইভি সংক্রমিত নথিভূক্ত মানুষের সংখ্যা ৮৭২৯। যাঁরা বেঁচে আছেন তাঁদের মধ্যে ৪৫৭০ পুরুষ, ১১০৩ মহিলা এবং একজন রূপান্তরকামী। দেখা যাচ্ছে বেশ সচ্ছল পরিবারের কিছু শিশুও আক্রান্ত হয়েছে এই রোগে। তারা প্রত্যেকেই ড্রাগ আসক্তির শিকার বলে জানা গিয়েছে। বাবা-মায়ের সচ্ছলতার সুযোগ
নিয়েই তারা ড্রাগের নেশায় ডুবে যায় বলে মনে করছেন মনোবিদরা।