ইউক্রেনের (Ukraine) শিশু হাসপাতালে ঘটে গেল প্রাণঘাতী হামলা। সূত্রের খবর, রাশিয়ার (Russia) মিসাইল হামলায় নিহত কমপক্ষে ৩৭ জন। তিনজন শিশুও এর মধ্যে রয়েছে। সোমবার ইউক্রেনে রাশিয়ার মিসাইল হানা হয়। কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালটি এদিন নিশানা করা হয়। ৩৭ জনের মৃত্যু ছাড়াও এমন এক ঘৃণ্য ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন।
আরও পড়ুন-দিনের কবিতা
মনে করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে এটি সবথেকে ভয়াবহ ও নিন্দনীয় হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের হামলার ফল রাশিয়াকে পেতে হবে। ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে এদিন টার্গেট করা হয়েছে কম বয়সের ক্যানসার রোগীদের। সূত্রের খবর, এই ঘটনার পর নিমেষের মধ্যেই শিশু হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, সোমবার দেশের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপনাস্ত্র হামলা করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মস্কো-ইউক্রেনের মধ্যে নিয়মিত নৃশংসতার ছবি প্রকাশ্যে এসেছে। তবে এদিনের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।