সোমাবার লস অ্যাঞ্জেলেস (Los Angeles) বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের (Airlines) একটি উড়ান টেকঅফ করে। বিমানটি আকাশে উড়তেই একটি চাকা মাটিতে আছড়ে পড়ে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই আশঙ্কা তৈরি হয়। চাকা ছাড়া কীভাবে বিমানটি গন্তব্যস্থলে অবতরণ করবে এই নিয়ে ওঠে প্রশ্ন। ইউনাইটেড এয়ারলাইন্স যদিও জানিয়েছে বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে। উড়ানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্য অক্ষত আছেন। হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন-শাসনের ফল, ক্লাসের ভেতরেই শিক্ষককে কোপ ছাত্রের
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, উড়ানের টেকঅফের সময় বিমানের একটি চাকা মাটিতে পড়ে গেল। ৮ জুলাই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেনভারের উদ্দেশে টেকঅফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের উড়ানটি। টেকঅফের কয়েক সেকেন্ড পরেই এই ঘটনা ঘটে। সূত্রের খবর, বিমানটি টেকঅফের তিন ঘণ্টা পরে নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান থেকে পড়ে যাওয়া চাকাটি লস অ্যাঞ্জেলেস থেকে উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।