প্রতিবেদন : রাত পোহালেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election)। বুধবার সকাল থেকে শুরু হবে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্রের ভোটগ্রহণ (By Election)। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশকেও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার সকাল থেকেই ডিসিআরসি সেন্টার থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দিচ্ছেন নিজেদের ভোটকেন্দ্রের দিকে। ডিসিআরসি থেকেই কাজ এবং দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও অন্য ভোটকর্মীরা। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় মোড়া মানিকতলা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার পরিদর্শন করেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা। অন্যদিকে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি ও স্ট্রংরুমেও এদিন সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা। ইভিএম, ভিভিপ্যাট-সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। শেষমুহূর্তের প্রস্তুতির একইরকম ব্যস্ততা দেখা গিয়েছে বাগদা ও রানাঘাট দক্ষিণের ডিসিআরসি সেন্টারেও। চার বিধানসভাই যে তৃণমূলের দখলে থাকবে, সেটা বলাই বাহুল্য। তৃণমূল প্রার্থীদের ভোটপ্রচারেও মানুষের তরফে সেই সমর্থনের ইঙ্গিতই পাওয়া গিয়েছে। এই ভোটে সরকার নির্বাচন হবে না। কিন্তু লোকসভা নির্বাচনের মতোই বাংলার খেটে-খাওয়া সাধারণ মানুষ মা-মাটি-সরকারের উন্নয়নের পক্ষেই ভোট দেবেন।