সাও পাওলো, ৯ জুলাই : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। বিশ্বকাপের বাছাই পর্বে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত ১০ দলের মধ্যে ছ’নম্বরে! চরম দুঃসময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে ব্রাজিলীয় ফুটবল। খুব বেশিদিন হল দায়িত্ব নেননি। তবুও তোপের মুখে পড়েছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। দাবি উঠেছে, তাঁকে সরিয়ে নতুন কোচ আনার।
আরও পড়ুন-সিভিক ভলান্টিয়ারের গণপিটুনির ঘটনায় সবংয়ে তিন বিজেপি কর্মী আটক
যদিও আপাতত ডোরিভালেই আস্থা রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সংস্থার সভাপতি এডনাল্ডো রডরিগেজের বক্তব্য, ‘‘দু’বছর পর বিশ্বকাপ। আগামী দু’মাসের মধ্যে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। ডোরিভাল সদ্য দায়িত্ব নিয়েছেন। ওঁকে এখনই সরিয়ে দেওয়াটা ভুল হবে। আমাদের বিশ্বাস, ডোরিভাল ও তাঁর কোচিং টিম এই দলটাকে ফের বিশ্বসেরা হিসাবে গড়ে তুলবেন।’’
আরও পড়ুন-৭২ ঘণ্টা পর গ্রেফতার শিবসেনার নেতার ছেলে মিহির শাহ
পাশাপাশি শোকস্তব্ধ ব্রাজিলীয় ফুটবলপ্রেমীদের মানসিকভাবে তরতাজা করে তোলার জন্য নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে ফেডারেশন। সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে, ব্রাজিলীয় ফুটবলের গৌরবময় ইতিহাসকে। ভিডিওতে পেলে-গ্যারিঞ্চাদের সোনালি যুগ যেমন দেখানো হয়েছে, তেমনই ধরা হয়েছে কাফু-রবার্তো কার্লোস-রোনাল্ডোদের পঞ্চমবার বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্ত। সঙ্গে রয়েছে ঘটনার ধারাবিবরণীও। ভিডিতে ধারাভাষ্যকারকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা এই গ্রহের সবথেকে সফল ফুটবল খেলিয়ে দেশ। কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের একটা অংশ। আমরা যেমন ৫টি বিশ্বকাপ জিতেছি, তেমন হেরেছি ১৭টি বিশ্বকাপে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা ব্রাজিলীয়দের থেকে ভালভাবে আর কোউ জানে না। আমরা আজ হারছি। কিন্তু আগামী কাল ট্রফি জিতব। জিতবই।’’