প্রতিবেদন : এবার রাজ্যপাল (governor) সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) আইনি নোটিশ দিতে চলেছে এডুকেশনিস্ট ফোরাম। এই নোটিশ দেওয়ার ৭ দিনের মধ্যে তাঁকে জবাব দিতেও বলা হয়েছে। পাশাপাশি উপাচার্যদের অপমান করার জন্য ৫০ লাখ টাকার জরিমানাও দাবি করা হয়েছে সংগঠনের তরফে। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তৈরি করা হবে সার্চ কমিটি। তাঁরা তিন চারজনের নামের তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রীকে পাঠাবেন। এরপর মুখ্যমন্ত্রী সেখান থেকে নির্বাচন করবেন উপাচার্য।
আরও পড়ুন-আইওয়াশ, নাকি চাপে পড়ে সাসপেন্ড ৬ আধিকারিককে?
এতে রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে যে অহেতুক জটিলতা তৈরির প্রবণতা ছিল তা দুরমুশ করে দিয়েছে শীর্ষ আদালত। এরপরেই উপাচার্যদের এতদিন রাজ্যপাল যে অপমান করেছেন তার বিরুদ্ধে গর্জে উঠল এডুকেশনিস্ট ফোরাম। গতবছর সেপ্টেম্বর মাসে উপাচার্যদের দুর্নীতিগ্রস্ত বলে অপমান করেছিলেন রাজ্যপাল। সেই ঘটনায় রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছে এই সংগঠন।