প্রতিবেদন : হিমঘরে প্রচুর পরিমাণ আলু (potato) মজুত রয়েছে। তাও আলুর দামে হাতে ছেঁকা লাগছে আম জনতার। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে এনিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আলু চাষিদের বিমার আওতায় এনেছে। হিমঘরে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু সঞ্চিত আছে। তাও কেন বাজারে কৃত্রিম অভাব তৈরি করে আলুর দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন। দিয়েছেন কড়া দাওয়াই।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নয়ন কর্মসূচিতে গতি আনতে তৎপর প্রশাসন
বাজারে জোগান বাড়াতে হিমঘর থেকে সিংহভাগ আলু বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নবান্নের অনুমতি ছাড়া ভিন্ন রাজ্যের আলু রফতানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করছেন। তিনি বলেন, বাংলা শস্যবিমা প্রকল্পে ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি, ৩১৩১ কোটি টাকা এতে খরচ হয়েছে। আলুকে শস্য বিমার আওতায় আনা হয়েছে, তারপরও কেন দাম বাড়ছে? আগেরবারও নতুন আলু আসার পর পুরনো আলু পড়েছিল। কোল্ড স্টোরেজে এখনও পড়ে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু। তাহলে এত দাম বাড়ে কী করে? আলু বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো? বড় ব্যবসায়ীরা আলু আটকে রাখছে কোল্ড স্টোরেজে। বাজারে আলুর স্টেডি দাম রাখতে হবে যাতে মানুষ বাঁচে।