প্রতিবেদন : হার নিশ্চিত বুঝেই নোংরা খেলায় নামল বিজেপি। মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তৃণমূলের বিরুদ্ধে নোংরা খেলা খেলতে গিয়ে একেবারে ল্যাজে গোবরে হল। এই কেন্দ্রে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে ভোটের ৪৮ ঘণ্টা আগে ফোন করে নোংরা প্রস্তাব দিয়ে নিজেই ফেঁসে গেলেন কল্যাণ। গোটা ঘটনা প্রকাশ্যে এনে তীব্র নিন্দা করেছেন কুণাল। মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে কল্যাণের দেওয়া নোংরা প্রস্তাবের টেলিফোনিক কথপোকথন প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন-তেলাপিয়া মাছে ক্ষতি নেই, ভুল ধারণা ভাঙলেন এবার মুখ্যমন্ত্রী
সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে কুণাল বলেন, প্রচার পর্বেই পিছিয়ে পড়েছে বিজেপি প্রার্থী। হার নিশ্চিত বুঝেই ৭ জুলাই রাতে তাঁকে ফোন করেন কল্যাণ। নানা কথার মাঝে প্রস্তাব দেন নির্বাচন উতরে দিলে এআইএফএফ-র সভাপতি হিসেবে তিনি কুণালকে কোনও বড় পদে জায়গা করে দেবেন। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক ধুইয়ে দিয়েছেন কল্যাণকে। তাঁর কথায়, মিথ্যাচারের রাজনীতি হল বিজেপির ভিত্তি। কল্যাণের সঙ্গে কথোপকথনের অডিও সামনে এনে তাঁর চ্যালেঞ্জ বিজেপির ইডি সিবিআই যাকে ইচ্ছা দিয়ে তদন্ত করুক, আমাকে ডেকে পাঠাক আমি ফোন যন্ত্রপাতি সব দিয়ে দেবো। কিন্তু ন্যাকামো করে কল্যাণ যেন না বলে কন্ঠস্বর ওর নয়। এই ঘটনার পর মঙ্গলবার রাত ৮টায় দ্বিতীয় একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুণাল। এদিন ফেডারেশনের সচিবও এক্স হ্যান্ডেলে কল্যাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, উনি পদের অপব্যবহার করছেন। যা অত্যন্ত নিম্নরুচির। ফেডারেশনের বাকি কর্তা ব্যক্তিরাও কল্যাণের এই ধরনের নোংরা কাজের তীব্র নিন্দা করেছেন। কয়েকদিন আগে বিদায়ী কোচও তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ভারতীয় ফুটবলকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে কল্যাণ চৌবের মত অযোগ্য লোক। ভোটের ঠিক আগের দিন কল্যাণের এই কুকীর্তি প্রকাশ্যে আসায় বিজেপির অন্দরেও ছিছিক্কার পড়ে গিয়েছে। মুখরক্ষার সবরকম মরিয়া চেষ্টা বিফলে যাচ্ছে।