বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত দেখতে প্রয়োজনের তুলনায় বেশিই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ফলে অত্যধিক ভিড়ের কারণে তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের সমস্যা। কিকিছুদিন আগেই জ্যামের খবর নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। এবার ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু মাউন্ট এভারেস্টে (Mount Everest) সেলফি তোলার হিড়িক। ফল নিঃসন্দেহে বিপত্তি। ২৫ জুন এভারেস্টের বেস ক্যাম্পে সেলফি তোলা নিয়ে পর্যটকদের মধ্যে মারামারির ঘটনায় রীতিমত হতবম্ব সকলেই। প্রকৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করে সেলফি তোলার জন্য পর্যটকদের মধ্যে শুরু হয় মারামারি। কিছুদিন আগেই চিনা পর্যটকদের দুটি দল এভারেস্ট দেখতে যায়। কিছু স্মরণীয় মুহূর্ত লেন্সবন্দি করে রাখতে সেলফি তোলার চেষ্টা করেন এক দম্পতি। সেই সময় তাঁদের ট্যুর গাইড এভারেস্ট এলিভেশন মনুমেন্টের পাশে একসাথে একটি ছবি তোলার বিষয়ে তাদের জানান। হঠাৎ করেই কারা আগে সেলফি তুলবে সেই নিয়ে আলোচনা শুরু হয় দুটি দলের মধ্যে।
আরও পড়ুন-বদ্রীনাথ জাতীয় সড়কের লাংসি টানেলে ভয়াবহ ধস
কিছুক্ষনের মধ্যেই দুই দম্পতির মধ্যে ছবির পোজ দেওয়া নিয়ে ঝামেলা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। নিজেদের সামলাতে না পেরে একে অপরকে বেধড়ক লাথি এবং ঘুসি মারতে শুরু করেন তাঁরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের সেই মারামারি। ভিডিয়োয় স্পষ্ট দেখা গিয়েছে, একজন মহিলা দুজন পুরুষের মারাপিট থামানোর চেষ্টা করলেও সেটা বৃথাই যাচ্ছে। খবর পেয়ে, হস্তক্ষেপ করে এভারেস্ট বর্ডার পুলিশ ক্যাম্পের আধিকারিকরা। অবশেষে ঝগড়া থামে। এভারেস্টে এই ধরণের বিশৃঙ্খলা তৈরির জন্য এবং ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল খতিয়ে দেখতে চার জনকে হেফাজতে নেয় পুলিশ।