তেলেঙ্গানার (Telanagana) সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলে রান্না করা ‘চাটনিতে একটি ইঁদুর পাওয়া গিয়েছে। হোস্টেল শিক্ষার্থীদের জন্য এহেন ঘটনা রীতিমত চিন্তার বিষয় হয়ে উঠেছে। রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, ঠিক কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি এই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে রান্না করা চাটনিতে একটি ইঁদুর চলাফেরা করছে ও লাফাচ্ছে দেখা গিয়েছে। কলেজ জুড়ে এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্র ও বিআরএসভি কর্মীরা প্রতিবাদের পথে এগোবেন বলেই মনে করা হচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষের পক্ষ তরফে এখনও এই নিয়ে বিবৃতি আসেনি।
আরও পড়ুন-এভারেস্টের চূড়ায় হাতাহাতি, পুলিশ হেফাজতে ৪ পর্যটক
প্রসঙ্গত, এই ধরণের ঘটনা নতুন নয় তবে স্বাস্থ্যের দিকে তাকিয়ে এমন ঘটনা কাম্য নয়। এই বছরেই এক ব্যক্তি মুম্বই যাওয়ার সময় বারবিকিউ নেশনের ওয়ারলি আউটলেট থেকে নিরামিষ খাবারে একটি মৃত ইঁদুর পান। জুন মাসে, মুম্বইয়ের আরও এক ব্যক্তি অনলাইনে অর্ডার করা আইসক্রিমে পেরেক দিয়ে গাঁথা মানুষের আঙুল পেয়েছিলেন। কিছুদিন আগেই গুজরাটের আহমেদাবাদে এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় সাম্বারে ইঁদুর দেখতে পেয়েছিলেন।