প্রতিবেদন: আদালত জামিন মঞ্জুর করার শর্ত হিসাবে একজন অভিযুক্তকে তার গুগল পিন অবস্থান কর্তৃপক্ষের সাথে শেয়ার করার আদেশ দিতে পারে না। জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পদক্ষেপ প্রশাসনের বিদ্যুৎ অপচয় : ১৬ দফা নির্দেশিকা
বেঞ্চ বলেছে, দুটি জিনিস আমরা বলছি। জামিনের উদ্দেশ্যকে অস্বীকার করে জামিনের শর্ত থাকতে পারে না। আমরা মনে করি, গুগল পিন লোকেশন জানানো জামিনের শর্ত হতে পারে না। পুলিশ জামিনের জন্য আসামির ব্যক্তিগত জীবনে উঁকি দিতে পারে না। সুপ্রিম কোর্টের বেঞ্চ এর আগে গুগল ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল যে গুগল ম্যাপে তার পিন অবস্থান-ভাগ করার বৈশিষ্ট্য কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে। গত ২৯ এপ্রিল এই মামলার রায় সংরক্ষণ করার সময় শীর্ষ আদালত মন্তব্য করে যে এই ধরনের শর্ত ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে ব্যক্তির গোপনীয়তার অধিকারকে আঘাত করে। সিনিয়র অ্যাডভোকেট বিনয় নাভারে এই মামলায় অ্যামিকাস কিউরিয়া। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট বরুণ মিশ্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন। নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্ক ভিটাসকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার আদেশে দিল্লি হাইকোর্টের দ্বারা আরোপিত কিছু শর্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হয়। জামিন মঞ্জুর করার শর্ত হিসাবে ২০২২ সালে দিল্লি হাইকোর্ট অভিযুক্ত ব্যক্তি এবং একজন সহ-অভিযুক্তকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে তাদের অবস্থান জানাতে গুগল মানচিত্রে একটি পিন ড্রপ করার নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধেই এবার স্পষ্ট মত দিল সুপ্রিম কোর্ট।