প্রতিবেদন: মোটামুটি শান্তিতেই কাটল দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তবে উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত সংঘর্ষে জখম হয়েছেন ৪ জন লোকসভা নির্বাচনের পর এটি ছিল প্রথম উপনির্বাচন। পশ্চিমবঙ্গের ৪টি আসন ছাড়াও এদিন ভোট হয় হিমাচল প্রদেশের দেরা, হামিরপুর এবং নালাগড়ে, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর কেন্দ্রে, পাঞ্জাবের জলন্দর পশ্চিম কেন্দ্রে, বিহারের রূপৌলী কেন্দ্রে, মধ্যপ্রদেশের অমরওয়ারায়, তামিলনাড়ুর ভিকরাবান্দিতে।
এদিনের উপনির্বাচনে বিশেষ নজর কেড়েছে হিমাচল প্রদেশ। সুখবিন্দর সিং সুখুর সরকার ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপির চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাজ্যের ৩টি আসনে উপনির্বাচন অতন্ত তাৎপর্যপূর্ণ। পাঞ্জাবেও একটি আসনে উপনির্বাচন আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখানে বেলা ৩টে অবধি ভোট পড়েছে ৪২.৬০ শতাংশ। তামিলনাড়ুর ভিকরাবান্দিতে এদিন ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। বেলা ১টার মধ্যেই ভোট পড়ে যায় ৫০ শতাংশের বেশি। ভোটগণনা ১৩ জুলাই।