প্রতিবেদন : আড়িয়াদহের ক্লাবে গণপিটুনির ভিডিও-কাণ্ডে কোনও ভাবেই দোষীদের রেয়াত করা হবে না। কড়া পদক্ষেপ নেওয়া হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এই ঘটনায় জয়ন্ত সিংয়ের আরও তিনজন শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। অলোক রাজোরিয়া বলেন, অভিষেক বর্মন, সুভাষ বেরা, সুমন দে-কে আমরা গ্রেফতার করেছি৷ ভিডিওয় যে আটজন তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করেছি৷ বারাকপুর পুলিশ কোনওভাবে এসব বরদাস্ত করবে না৷ কড়া পদক্ষেপ নেওয়া হবে৷
আরও পড়ুন-চার কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট, হার নিশ্চিত বিজেপির
আড়িয়াদহ তালতলা ক্লাবের ভিতরে যুবতীর উপরে অত্যাচার ও মারধরের ভিডিও ভাইরালের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
কামারহাটি অড়িয়াদহ এলাকার ত্রাস জায়েন্ট সিং ওরফে জয়ন্ত সিংয়ের হাড়-হিম-করা বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ও কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা। যুবতীকে মারার ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন বারাকপুর পুলিশ কমিশনার বলেন, যে ক’টি ভিডিও ভাইরাল হয়েছে সেইগুলির সত্যতা যাচাই করে ভিডিওর দুষ্কৃতীদের শনাক্ত করে মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে তিন জন শাওকত মান্না ওরফে জলদা, সুদীপ সাহা ওরফে গুড্ডু ও জয়ন্ত সিংকে মা-ছেলেকে মারধরের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ কমিশনার আরও বলেন, রাহুল গুপ্তাকে ভিডিওতে দেখা যাচ্ছে৷ সেও অবশ্যই গ্রেফতার হবে৷ যাদের ভিডিওতে দেখা যাচ্ছে না, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে৷