চলতি বছর দক্ষিণবঙ্গে (South Bengal)একরকম বৃষ্টি নেই বললেই চলে। তবে এবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বাদ যাবে না কলকাতাও। উত্তরবঙ্গের পরিস্থিতি যদিও আরও খারাপ হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে জয়সলমের, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ, পুরুলিয়া হয়ে কাঁথি পর্যন্ত রয়েছে। এই রেখা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে সেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার ফলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই টাস্কফোর্সের অভিযান শুরু
কলকাতার আকাশ বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে। বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। যদিও উত্তরে দুর্যোগের কোন পরিবর্তন নেই। উত্তরে ভারী বৃষ্টি চলছেই। উল্টে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে উত্তরবঙ্গে। কোথাও কোথাও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কালিম্পং ও কোচবিহার জেলাতেও অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং,আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। কোচবিহার ও কালিম্পঙেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি এলাকায়।