ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। একদিনে একাধিক জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৩৮ জনের। মৃতদের মধ্যে তিনজন শিশু। শুধুমাত্র প্রতাপগড় জেলায় ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা একাধিক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতাপগড় ছাড়াও সুলতানপুরে ৭জন, চান্দৌলিতে ৬জন, মেইনপুরীতে ৫জন, প্রয়াগরাজে ৪জন, দেওরিয়া, হাথরাস, বারাণসী, সিদ্ধার্থনগর, অওরাইয়াতে একজন করে প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেল চারটে থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একাধিক জেলায়। সেই সময়ে অনেকেই ক্ষেতে কাজ করছিলেন। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়।
আরও পড়ুন- ক্যামাক স্ট্রিটে বেপরোয়া গাড়ির তাণ্ডবে আহত দুই পুলিশ কর্মী
বেশ কিছুদিন ধরে একনাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ বন্যা উত্তরপ্রদেশ। জলে ডুবে ৬৩৩টি গ্রাম। বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। এবার বজ্রপাতে মৃতের সংখ্যা আরও বাড়ল।