এখনও মহাকাশ আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর। ১০ দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ১০ দিন কী প্রায় একমাস কেটে গিয়েছে তাঁরা এখনও মহাকাশ থেকে ফিরে আসতে পারেননি। কবে তাঁরা পৃতিবীতে ফিরে আসতে পারবে সেই নিয়ে এখনও কিছু জানাতে পারেনি আমেরিকার গবেষণা সংস্থা নাসা। তার মধ্যেই বিশ্ববাসীকে বার্তা দিলেন সুনীতা।
সুনীতা জানিয়েছেন, “হেরে যাওয়ার প্রশ্নই নেই। এই মন্ত্র জপে এখানে আছি। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের। সে রকম হলে মহাকাশ স্টেশন থেকে নিজেদের ‘আনডক’ করে ঘরে ফেরার রাস্তা বের করতে পারব বলেই বিশ্বাস। আমি আশাবাদী যে মহাকাশযানটি আমাদের নিশ্চিত ভাবে ঘর ফেরাবে।”
আরও পড়ুন- মর্মান্তিক! উত্তরপ্রদেশে বজ্রপাতে একদিনে মৃত্যু ৩৮ জনের
গত ৫ জুন নাসার দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। ১০ দিনের অভিযানে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁরা এখনও ফিরতে পারেননি। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চেপে রওনা দিয়েছিলেন সুনীতা (Sunita Williams) এবং বুচ, তাতে গোলযোগ দেখা দেওয়াতেই তাঁরা মহাকাশে আটকে গিয়েছেন।