অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) নন্দালের মুচ্ছুমারি গ্রামে আট বছরের এক শিশুকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তিন নাবালকের বিরুদ্ধে। ১৩ থেকে ১৭ বছর বয়সী তিন নাবালকের সঙ্গে একই স্কুলে যায় ওই শিশু। শিশুটিকে মুচ্ছুমারি পার্কে খেলতে দেখে তারা একসাথে খেলার অনুরোধ জানালে শিশুটি রাজি হয়ে যায়। অন্য মাঠে খেলতে নিয়ে যাওয়ার কথা বলেই শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে প্রথমে গণধর্ষণ করা হয়। জানাজানি হওয়ার ভয়ে এরপর খুন করা হয় শিশুটিকে। জানা গিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে দু’জন ষষ্ঠ এবং একজন সপ্তম শ্রেণিতে পড়ে। মৃত ৮ বছরের শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী। খুন করার পর, তার মৃতদেহ স্কুল সংলগ্ন একটি পচা খালে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের তরফে খবর, গণধর্ষণের পর হত্যা করে দেহ ওই খালে ফেলে দেয় তিন নাবালক।
আরও পড়ুন-মুম্বই রওনা দিলেন মুখ্যমন্ত্রী, তোপ মিডিয়ার একাংশকে
গত রবিবার স্কুল থেকে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় থানায় একটি ডায়েরি করেছিলেন শিশুটির বাবা। বাড়ির সামনেই মুচ্ছুমারি পার্কে খেলতে গিয়েছিল মেয়ে বলে জানায় বাবা। অনেকক্ষন হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাড়ির সকলেই। পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই তিন অভিযুক্ত নাবালককে ধরেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে একজন ঘটনাটি স্বীকার করেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মৃত শিশুর দেহ উদ্ধার করা যায়নি। গোটা এলাকা তল্লাশি চলছে। খালে ডুবুরি নামিয়ে এবং স্নিফার ডগ দিয়ে চলছে মৃতদেহ খোঁজার কাজ। কুকুরের সাহায্য়েই পুলিশ তিন অভিযুক্ত নাবালকের বাড়ি পর্যন্ত পৌঁছেছিল। স্থানীয়রা এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি তুলেছে এবং এলাকা জুড়ে চলছে বিক্ষোভ। শিশুটির মৃতদেহের খোঁজ পাওয়া যায়নি তাই এখনও হত্যার কোনও মামলা রুজু করা হয়নি।