আজও কলকাতার বাজারে টাস্কফোর্সের টানা অভিযান

Must read

প্রতিবেদন : রোজকার বাজারে আনাজপাতির দর নিয়ন্ত্রণে কড়া দাওয়াই রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই রাজ্য জুড়ে মাঠে নেমেছে পুলিশ ও টাস্কফোর্স (Taskforce)। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাজার পরিদর্শন। এদিন সকালে প্রথমে মানিকতলা বাজার এবং তারপর কলেজ স্ট্রিট বাজারে যান টাস্কফোর্সের আধিকারিকরা। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কর্তারাও। অভিযানে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্কফোর্সের আধিকারিকরা। হঠাৎ করেই কেন এত বাড়ছে শাক-সবজির দাম? জানতে চেয়ে বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যেক বিক্রেতাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাক-সবজি-সহ অন্যান্য জিনিসপত্র বিক্রির নির্দেশ দেয় টাস্কফোর্স (Taskforce)। বিক্রেতাদের ওজন যন্ত্রেও কোনও কারচুপি রয়েছে কি না খতিয়ে দেখা হয়। কোনওরকম অসঙ্গতি দেখলেই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন পুলিশ ও টাস্কফোর্সের আধিকারিকরা। আকাশছোঁয়া বাজারদর নিয়ন্ত্রণে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও কড়া পদক্ষেপ নিচ্ছে টাস্কফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার থেকে শুরু করে দক্ষিণের বসিরহাটের খোলাপোতা বাজার, সল্টলেকের এসি মার্কেট, মধ্যমগ্রাম বাজার, বারাকপুরের পানপুর বাজার-সহ একাধিক বাজারে আচমকা অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিকেরা। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে আনাজপাতির দাম আলাদা আলাদা করে জিজ্ঞেস করে তা নথিভুক্ত করেন তাঁরা। এই পরিদর্শনের ভিত্তিতেই একটি রিপোর্ট তৈরি করে পাঠানো হবে নবান্নে। সেই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন, সেই মতোই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন- ছেলের জন্য স্বেচ্ছামৃত্যুর আর্জি অসহায় বাবার, খারিজ করল আদালত

Latest article