নয়াদিল্লি, ১১ জুলাই : ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাজি ভারত (India)। কিন্তু পাকিস্তানে গিয়ে নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে বলবে ভারতের সব ম্যাচ পাকিস্তানের মাটি থেকে সরিয়ে যেন দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়া হয়।
আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। ভারতীয় দলের জন্য লাহোরকে ভেনু বেছে রেখেছে পিসিবি। কিন্তু বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, লাহোর কেন, পাকিস্তানের কোথাও খেলবে না ভারত। ২০০৮-এ এশিয়া কাপে শেষবার ভারতীয় দল (India) পাকিস্তানে কোনও টুর্নামেন্টে অংশ নিয়েছিল। আর ২০১৩-র ডিসেম্বরে শেষবার এই দুই দেশ কোনও দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয়েছিল।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে আনোয়ার, আইনি পথে মোহনবাগান
গত বছর এশিয়া কাপে পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। সেই পথে হেঁটে বোর্ডের সূত্র জানাচ্ছে, এবারও কোনও অবস্থাতেই পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত। এর আগে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার ব্যাপারটা সরকারের অনুমতির উপর নির্ভর করছে। এক্ষেত্রে সরকার যা বলবে, বোর্ড সেভাবেই চলবে।
এশিয়া কাপে হাইব্রিড মডেল মেনে ভারতকে ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে দিলেও এবার পিসিবি চায় চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ নিজেদের দেশেই করতে। কিন্তু এই পরিস্থিতিতে টুর্নামেন্টের গতিপ্রকৃতি কোন পথে গড়ায়, সেদিকে এখন নজর থাকবে ক্রিকেট মহলের।