নয়াদিল্লি, ১১ জুলাই : রেসিং দল কিনে নতুন যাত্রা শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের তৃতীয় বর্ষে প্রথমবার যুক্ত হতে চলেছে কলকাতা। আর সেখানে কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিক হলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের এই লগ্নিতে ভারতে মোটর স্পোর্টসের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা।
আরও পড়ুন- পাকিস্তানে খেলবে না ভারত
এই প্রসঙ্গে বৃহস্পতিবার সৌরভ (Sourav Ganguly) বলেন, “নতুন সফরের জন্য আমি ভীষণ উত্তেজিত। মোটরস্পোর্টসের প্রতি আমার বরাবরই ভাললাগা ছিল। আর এখন সেটার সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস, ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতা রয়্যাল টাইগার্স উল্লেখযোগ্য ছাপ রাখতে পারবে। পাশাপাশি এই গেমটির প্রতি সাধারণের উৎসাহ বাড়াতে সাহায্য করবে।” এই প্রতিযোগিতা চলবে আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত। যেখানে অংশ নেবে কলকাতা-সহ হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি এবং আমেদাবাদ।