সংবাদদাতা: লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। এবারে কাশিনগর (Kashinagar) গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার কাশিনগর রবীন্দ্র ভবনে একুশে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে বিজেপির পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান সহ একাধিক বিজেপি কর্মী, সমর্থকরা তৃণমূলে যোগদান করেন। এর ফলে ওই পঞ্চায়েত তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। এর আগে রায়দিঘি বিধানসভার কাশিনগর (Kashinagar) গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি। ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ৩টি আসনে, সিপিএম পেয়েছিল একটি, নির্দল একটি, বিজেপি পেয়েছিল সাতটি আসন। পরবর্তী সময়ে নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। এবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধানও তৃণমূলে যোগ দিলেন। এদিন মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুন- পুরীতে কীভাবে পড়ে গেল বলরামের মূর্তি? তৈরি হল তদন্ত কমিটি