প্রতিবেদন : ফের বদলে গেল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বিষয়। একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। আর পুলিশ সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বিচারপতি সিনহা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের (Calcutta High Court) তরফে। এবার থেকে সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে দায়ের হওয়া পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা অতিসক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। এর আগে বিচার্য বিষয়ে পরিবর্তনের জেরেই ১০ জুন থেকে পুলিশ সংক্রান্ত মামলাগুলি শুনছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে একাধিক নির্দেশও দিয়েছে তিনি। পুলিশ সংক্রান্ত মামলায় তাঁর বেশ কয়েকটি পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এর মধ্যেই ফের পরিবর্তন হল বিচারপতি সিনহার বিচার্য বিষয়। সোমবার থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন অমৃতা সিনহা। এতদিন সেই মামলাগুলি ছিল বিচারপতি রাজশেখর মান্থার বিচারাধীন। কিন্তু সোমবার থেকে সিঙ্গল বেঞ্চের বদলে ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি মান্থা।