প্রতিবেদন : আবার রেলের ভুলে ও গাফিলতিতে দুর্ঘটনা। এবার সিগন্যাল এবং গেটম্যানের সমন্বয়ের অভাবে গুরুতর আহত হলেন দু’জন। ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। পরিস্থিতি বুঝেই দোষী গেটম্যান গা-ঢাকা দিয়েছেন।
আরও পড়ুন-দিনের কবিতা
রবিবার রাত ৮:৪০টা নাগাদ খড়দহ স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেস ঢুকছিল। এই ঘটনায় মূলত অভিযোগের আঙুল উঠেছে রেলের গেটম্যানের সমন্বয়ের অভাবের দিকেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদিকের গেট পড়লেও অন্যপাশের গেট বন্ধ হয়নি। ফলে দু’টি গাড়ি ঢুকে যায়, কিন্তু বের হতে পারেনি। লাইনের ধারে আটকে যায়। তাতেই এই দুর্ঘটনা। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস বারাকপুর স্টেশন ছেড়ে রাত আটটা চল্লিশ নাগাদ চার নম্বর লাইন ধরে খড়দহ স্টেশনের দিকে যাচ্ছিল। কিন্তু লেভেল ক্রসিংয়ে তুলনামূলক অস্বাভাবিক ভিড় থাকায় দু’পাশ থেকে অনবরত গাড়ি আসা-যাওয়া করছিল। যার জেরে রেলগেট চত্বরে ব্যা পক যানজট তৈরি হয়। এরইমধ্যে একটি স্করপিও এবং আর একটি ছোট গাড়ি ঢুকে পড়ে। ততক্ষণে অপরদিকের গেট বন্ধ হয়ে যাওয়ায় গাড়িটি এসে সোজা গেটের বুমে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। তখনই হাজারদুয়ারি এক্সপ্রেস ৪ নম্বর লাইন দিয়ে পার হওয়ার সময় দু’টি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায়।
আরও পড়ুন-এই উপনির্বাচন কী বার্তা দিয়ে গেল?
ক্ষতিগ্রস্ত স্করপিও গাড়িটির চালক প্রবীণ সিং জানিয়েছেন, আমি যখন যাচ্ছিলাম দু’টি রেলগেটই খোলা ছিল। এক ও দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন সিগন্যাল না পাওয়ায় দাঁড়িয়ে ছিল। কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের দিকের গেট পেরোনোর পর যখন চার নম্বর লাইন পার করছি, তখন হঠাৎ ওই দিকের গেট ফেলে দেয় গেটম্যান। ফলে আমাদের দুটো গাড়ি বেরোতে পারেনি। এদিকে চার নম্বর প্ল্যাটফর্মের থ্রু ট্রেনকে সিগন্যালও দিয়ে দেয়। ট্রেনের ধাক্কায় আমার পায়ে আঘাত লাগল। তবে খালি গাড়ি ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।